অ্যাপটি কবিগুরু ঠাকুরের কালজয়ী উপন্যাস শেষের কবিতা অবলম্বনে তৈরি করা । অ্যাপটিতে উপন্যাসটির সবগুলো পরিচ্ছেদ সংযুক্ত করা হয়েছে ।. প্রথম স্ক্রিনে সবগুলা পরিচ্ছেদের নাম আছে। ইউজার যেকোন পরিচ্ছেদের নামের উপর ক্লিক করলে দ্বিতীয় স্ক্রিনে ঐ পরিচ্ছেদটি পড়তে পারবে।.